Header Ads

বিভিন্ন ধরনের গার্মেন্টস স্যাম্পল এর নাম

 


প্রোডাক্ট ডেভেলপমেন্টের বিভিন্ন ধাপে এবং ম্যানফ্যাকচারিং প্রসেসে স্যাম্পলের বিভিন্ন ধরনের নাম দেয়া হয় এবং এগুলো বিভিন্ন ধরনের ইস্যুতে ব্যাবহার করা হয়। যেমন-

  • প্রোটো স্যাম্পল
  • ফিট স্যাম্পল
  • সাইজ সেট স্যাম্পল
  • সেলসম্যান স্যাম্পল
  • ফটোস্যুট স্যাম্পল
  • ডেভেলপমেন্ট স্যাম্পল
  • পিপি স্যাম্পল
  • টপ স্যাম্পল
  • কাউন্টার স্যাম্পল
  • শিপমেন্ট স্যাম্পল
  • শো-রুম স্যাম্পল
  • জিপিটি স্যাম্পল
  • গোল্ড সিল স্যাম্পল
  • রেড ট্যাগ স্যাম্পল
  • ডিজিটাল গার্মেন্ট স্যাম্পল

প্রোটো স্যাম্পল : প্রোটো স্যাম্পল প্রথম স্যাম্পল হিসেবেই পরিচিত। ডিজাইন স্কেচটাকেই প্রোটো স্যাম্পলে একটি গার্মেন্টস এ রূপ দেয়া হয়। প্রোটো স্যাম্পল বেশিরভাগ ক্ষেত্রে স্কেচের কাছাকাছি কনস্ট্রাকশনের ফেব্রিক দিয়ে তৈরী করা হয় কারন আসল ফেব্রিক Available থাকে না।  প্রোটো স্যাম্পল সাধারণত এক সাইজের ওপর ই তৈরী করা হয়ে থাকে এবং এটি সাধারণত তিন পিস তৈরী করা হয় এবং বায়ারের কাছে পিস পাঠানো হয় এবং একটি স্যাম্পল ফ্যাক্টরী কাউন্টার স্যাম্পল হিসেবে রেখে দেয়এবং বায়ার তার কমেন্টস সহ একটি স্যাম্পল ফেরত দেয় এবং অন্যটি তার কাছে রেখে দেয়। 

ফিট স্যাম্পল : ফিট স্যাম্পল ডেভেলপমেন্টের উদ্দেশ্য হচ্ছে গার্মেন্টস ফিটিং চেক করা। 

সাইজ সেট স্যাম্পল :  সাইজ সেট স্যাপলের উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন সাইজের ফিট চেক করা

সেলসম্যান স্যাম্পল : সেলসম্যান স্যাম্পল তৈরী করা হয় অরিজিনাল ফ্যাব্রিক, এক্সেসরিজ দিয়ে, সেলসম্যান স্যাম্পল SMS  নামেও পরিচিত।  অর্ডার কোয়ানটিটি ফোরকাস্টিং এর জন্য এ স্যাম্পল স্টোরে ডিসপ্লে করা হয়। 

 ফটোস্যুট স্যাম্পল :প্রোডাক্টের ক্যাটালগ/ই কমার্স সাইটের জন্য সাধারণত এ স্যাম্পল তৈরী করা হয়। 

গোল্ড সিল স্যাম্পল : Bulk Production এপ্রুভ স্যাম্পলকেই গোল্ড সিল স্যাম্পল বলা হয়, PP স্যাম্পলকেও গোল্ড সিল বলা যেতে পারে যদি বায়ার এটিকে এপ্রুভ দেয়। 

টপ স্যাম্পল : Bulk Production শুরু হবার পর Randomly আউটপুট থেকে কোয়ালিটি পাস গার্মেন্টস নেয়া হয় এবং বায়ার QA এটি চেক করে থাকে এটিই টপ স্যাম্পল হিসেবে পরিচিত। 

কাউন্টার স্যাম্পল : ফ্যাক্টরী বায়ারের বিভিন্ন এপ্রুভালের জন্য ২-৩টি বাড়তি স্যাম্পল তৈরা করে নিজেদের রেফারেন্স এর জন্য। এই স্যাম্পলকে কাউন্টার স্যাম্পল বলা হয়। অরিজিনাল স্যাম্পল এর কপি ই হচ্ছে কাউন্টার স্যাম্পল। 

শিপমেন্ট স্যাম্পল : ফাইনাল শিপমেন্ট অডিটের জন্য বায়ারকে গার্মেন্ট স্যাম্পল রাখতে হয়। প্যাকিং ডিটেইলস এবং ফিনিশড গার্মেন্টস এর এটাচমেন্ট এর রেফারেন্স হিসেবে কাজ করে। ফ্যাক্টরী সাধারণত তিনটি স্যাম্পল রাখে, প্রথমত বায়ারের জন্য, দ্বিতীয়ত ফ্যাক্টরী এবং তৃতীয়ত বায়িং হাউজ মার্চেন্টের জন্য। 

শো স্যাম্পল : ম্যানুফ্যাকচারার এবং সাপ্লায়ার তাদের ডিজাইন রুম বা এক্সিবিশন এর জন্য স্যাম্পল প্রস্তত করে থাকে । 

জিপিটি স্যাম্পল : জিপিটি পূর্ণ রূপ হচ্ছে গার্মেন্ট পারফরম্যান্স টেস্ট।  গার্মেন্ট এর Strength, Seam Slippage, button pulling strength, print quality, chemical test of metals এবং Dyed printed colors এর টেস্ট করা হয় এ স্যাম্পল এর মাধ্যমে। 


No comments

Powered by Blogger.