Order Summary/Completion রিপোর্ট কেন জরুরী?
প্রোডাকশন ফ্লোরের পারফরম্যান্স যাচাই করার জন্য বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন টুলস টেকনিক ব্যবহার করে বিভিন্ন রিপোর্ট তৈরী করে থাকি। এই রিপোর্টগুলো এনালাইসিস করে আমরা আমাদের অবস্থান বুঝতে পারি এবং লো পারফর্মিং এরিয়াগুলোতে আরো গভীরভাবে মনোযোগ দেই এবং করণীয় বিষয়ে ভালো একটি সিদ্ধান্তে উপনীত হই। এই রিপোর্টগুলো সাধারণত যে কোনো একটি বিশেষ কারণেই করা হয়ে থাকে।
Style Summary Report কি?
Production Complete হবার পরে পরবর্তীতে এনালাইসিস বা কোনো সিদ্ধান্তে উপনীত হবার জন্য Production Complete Style এর Day wise Production, Efficiency, Used Manpower, SMV, Total Running Days সহ বিভিন্ন ধরনের তথ্য দিয়ে Style Summary Report তৈরী করা হয়।
Style Completion Report কেন করা উচিত?
- প্রোডাকশনকৃত স্টাইলের Average প্রোডাক্টিভিটি সম্পর্কে জানা যায় যা দ্বারা আমাদের Predicton & Actual Achievement এর তুলনা করতে পারি পাশাপাশি পরবর্তীতে এই ক্যাটাগরীর অর্ডার আসলে বাস্তবমুখী একটা ধারণা পাবে।
- প্রোডাকশনকৃত স্টাইলের প্রকৃত লাইন খরচ ও আায় সম্পর্কে জানা যায়।
- Learning Curve সম্পর্কে ধারণা পাওয়া যায়।
- Pick Production / Efficiency সম্পর্কে ধারণা থাকে এর মাধ্যমে পরবর্তিতে কোনো স্টাইল আসলে বাস্তবমুখী প্ল্যান করা সম্ভব হয়
- ব্যবহৃত লোকবল ও কর্মঘন্টা সম্পর্কে জানা যায় যা পরবর্তী স্টাইলসমূহের ভালো একটি প্ল্যান করতে সাহায্য করে
- অপারেটরের স্কিল সম্পর্কে জানা যায়
কি কি বিষয় অবশ্যই রিপোর্টে রাখা উচিত?
- প্রোডাকশন লাইনের নাম
- অর্ডার কোয়ানটিটি
- প্রতিদিনের লাইন লোকবল
- প্রতিদিনের ইনপুট
- প্রতিদিনের আউটপুট ও ইফিসিয়েন্সি
- SMV
- ওয়ার্কিং আওয়ারস
- কোনোদিন বিশেষ কোনো সমস্যা থাকলে সেটি উল্লেখ করা
এর চেয়েও ভালো কোনো প্রাকটিস যদি আপনার কোম্পানিতে থাকে তবে অবশ্যই কমেন্টস করে জানাবেন..
No comments