Header Ads

লাইন ব্যালেন্সিং কেন প্রয়োজন?



লাইন ব্যালেন্সিং কি?

প্রোডাকশন লাইন বলতে আমরা সেটিকেই বুঝি যেখানে একদল হেল্পার অপারেটরগণ একজন সুপারভাইজারের অধীনে পন্য উৎপাদনের জন্য কাজ করে। লাইনের প্রতিটি হেল্পার অপারেটর এর স্কিল যেমন সমান থাকে না তেমনি গার্মেন্টস এর  প্রতিটি প্রসেসের ও ক্যাটাগরী এক হয় না,  এটিকে তিনটি ভাগে ভাগ করা যায় ১. বেসিক, ২. সেমি ক্রিটিকাল, ৩.ক্রিটিকাল। এজন্য প্রতিটি প্রসেসের গুরুত্ব বুঝেই অপারেটর নির্বাচন করা হয়। 

প্রতিটি প্রসেস থেকে নির্দিষ্ট একটি নূন্যতম প্রোডাকশন টার্গেট অর্জন করার জন্য যে ব্যালেন্সিং করতে হয় এটিকেই লাইন ব্যালেন্সিং বলা হয়। 

আরো সহজভাবে যদি বলি,

ধরুন আপনি এটি বক্সার প্রোডাকশন করছেন যেখানে

১ নম্বর প্রসেসের ক্যাপাসিটি ১৫০পিস

২ নম্বর প্রসেসের ক্যাপাসিটি ৮০ পিস

৩ নম্বর প্রসেসের ক্যাপাসিটি ১১০পিস

৪ নম্বর প্রসেসের ক্যাপাসিটি ১০৫পিস

৫ নম্বর প্রসেসের ক্যাপাসিটি ১২০পিস

আপনার লাইনটি যদি এভাবেই চলে তাহলে ঘন্টায় সর্বোচ্চ ৮০ পিস ই প্রোডাকশন করতে পারবেন..

কিন্তু আপনি যদি ১নম্বর প্রসেসর অপারেটর এর কাছ থেকে ২০ পিস সাপোর্ট নিতে পারনে তাহলে ১০০ পিস আউটপুট করা সম্ভব আর এই ব্যালেন্সিং ই হচ্ছে লাইন ব্যালেন্সিং। 

লাইন ব্যালেন্সিং এর উদ্দেশ্য :

১. জনবলের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা

২. প্রত্যেকটি প্রসেসে কাজের ধারাবাহিক ফ্লো রাখা

৩. কম সময়ের মধ্যে কাঙ্খিত প্রোডাক্ট আউটপুট করা

৪. কাঙ্ক্ষিত সময়ের মধ্যেই সর্বোচ্চ আউটপুট নিশ্চিত করা

৫. ওয়ার্ক স্টেশন কমিয়ে নিয়ে আাসা

৬. প্রোডাকশন খরচকে কমিয়ে নিয়ে আসা

লাইন ব্যালেন্সিং এর গুরুত্ব :

১. সবাইকে সমভাবে কাজ বন্টন করা হয়,  তাই কারো বাড়তি চাপ নিতে হয় না

২. স্কিল গ্যাপ কমে আসে

৩. অন টাইমে শিপমেন্ট করা সহজ হয়

৪. লাইন এর প্রোডাক্টিভিটি বাড়ে যার ফলে উৎপাদন খরচ কমে যায়

৫. কম লোকবলে অধিক উৎপাদন নিশ্চিত হয়

৬. Man & Machine এর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয়

No comments

Powered by Blogger.